ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লিটন চান না রাসেল ব্যাটিং করুক!

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিটন চান না রাসেল ব্যাটিং করুক!

মাঠের পূর্ব পাশের নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন আন্দ্রে রাসেল। কখনো কামরুল ইসলাম রাব্বী, আবার কখনো তাইজুল ইসলামকে ছক্কায় ওড়াচ্ছিলেন ক্যারিবীয় ব্যাটসম্যান। বঙ্গবন্ধু বিপিএলে এমন দৃশ্য মাঠের লড়াইয়ে অবশ্য এখনো দেখা যায়নি। যাবে কীভাবে? রাজশাহী রয়্যালস দুই ম্যাচ খেলে ফেললেও রাসেল যে ব্যাটিংই পাননি!

আসলে তার ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি। টপ অর্ডার ব্যাটসম্যানরাই করে দিয়েছেন সব কাজ। ঢাকা প্লাটুনের বিপক্ষে ৯ উইকেটের জয় দিয়ে বিপিএল শুরু করে রাজশাহী। পরের ম্যাচে তারা সিলেট থান্ডারকে উড়িয়ে দেয় ৮ উইকেটে।

দুই ম্যাচে ৩৯ ও অপরাজিত ৪৪ রান করেন রাজশাহীর ওপেনার লিটন দাস। টপ অর্ডারের এই ধারাবাহিকতা সামনের ম্যাচগুলোতেও দেখতে চান লিটন, ‘এটা অনেক ভালো জিনিস, আমরা টপ অর্ডাররা নিয়মিত রান পাচ্ছি। দোয়া করবেন সামনের ম্যাচগুলোয় যেন ওটাই হয় যে, আমরা ওপর থেকে ম্যাচ শেষ করতে পারি। নিচে ব্যাটিং না করা লাগে।’

তাহলে তো সামনের ম্যাচগুলোতেও রাসেলের বিধ্বংসী ব্যাটিং দেখা থেকে বঞ্চিত হবেন দর্শকরা! তবে লিটনের পরের কথায় দর্শকরা স্বস্তি পেতে পারেন, ‘দেখেন, খেলা প্রতিদিন যে এক হবে, তা না। হয়তো দুই দিন আমি ওপর থেকে মোটামুটি ভালো খেলেছি বলে শেষের ব্যাটসম্যানরা ব্যাটিং পায়নি। এমনও হতে পারে, আমি আগামীকাল গিয়ে আউটও হয়ে যেতে পারি শুরুতে। সেক্ষেত্রে তো আসতেই হবে।’

সম্প্রতি হাঁটুর চোট ভোগাচ্ছে রাসেলকে। এদিন যেমন অনুশীলনের পর ফিজিওর সেবাশুশ্রূষা নিতে দেখা গেল তাকে। কিছুটা চোট আছে আফিফ হোসেনেরও। লিটন আফিফের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে না পারলেও রাসেলকে নিয়ে কোনো সমস্যা দেখছেন না তিনি, ‘আফিফের ব্যাপারটা আমি নিশ্চিত না। আর রাসেল, ও প্রথম থেকেই ওর ফিজিও নিয়ে আছে, ও অনেক দিন থেকেই এই ব্যাপারটা (হাঁটুর চোট) নিয়ে ভুগছে। কিন্তু এটা নিয়েও খেলছে। এটা কোনো সমস্যা না।’

নিজেদের পরের ম্যাচে মঙ্গলবার খুলনা টাইগারসের বিপক্ষে খেলবে রাজশাহী। খুলনাও এখন পর্যন্ত হারেনি। একটি ম্যাচ খেলে একটিই জিতেছে মুশফিকুর রহিমের দল। ম্যাচটা তাই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে করছেন লিটন, ‘প্রতিপক্ষ অনেক শক্তিশালী আমার কাছে মনে হয়। ওদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। যেখানে রাইলি রুশো, মুশফিক ভাই, এরপর ফ্রাইলিঙ্ক; আরও স্থানীয় কয়েকজন ভালো খেলোয়াড় আছে। আমার মনে হয় খেলাটা ভালোই হবে।’


চট্টগ্রাম/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়