ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে আধাবেলা হরতাল শেষ

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ১৩ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে আধাবেলা হরতাল শেষ

১৮ দলের ডাকা দ্বিতীয় হরতাল শেষ হয়েছে। শুরু হয় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামবোমা বিস্ফোরণ ও হরতালের সমর্থনে মিছিলের মধ্য দিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে সারা দেশে সকাল ৬ টা থেকে বেলা ২টা এই হরতাল করলো ১৮ দলীয় জোট। 


আগের রাত থেকেই রাজধানীতে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও বৃহস্পতিবার ভোরে ঘন কুয়াশার মধ্যেই মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টির চেষ্টা করে হরতালকারীরা। পরে পুলিশের ধাওয়ায় তারা ওই এলাকা ত্যাগ করে।

সকাল সাড়ে ৬টার দিকে বিজয়নগর ও নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের কাছে অন্তত তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান পল্টন মডেল থানার পরিদর্শক আলম ভূঁইয়া।গত কয়েকদিনের মতো হরতালের সকালেও বিপুল সংখ্যক পুলিশ ঘিরে রেখেছে বিএনপি কার্যালয়।

সকাল সাড়ে ৭টার দিকে আজিমপুরে ছাত্রদলের কর্মীরা মিছিল বের করলে সেখানেও একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। হাতবোমা ফাটার খবর পাওয়া গেছে বাসাবোর আহমদবাগ এলাকাতেও।

কাঁটাবনে জামায়াতে ইসলামী কর্মীরা মিছিল থেকে পুলিশের ওপর ঢিল ছুড়েছে এবং কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।এছাড়া বিরোধী দলের কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করার চেষ্টা চালায় বলে জানিয়েছে পুলিশ।

সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকের কাছে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা সংঘর্ষে জড়ালে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। সকাল থেকে বিক্ষিপ্ত পিকেটিংয়ের খবর এসেছে বরিশাল থেকেও। হরতালের আগের রাতে রাজধানীতে অন্তত ছয়টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলতি সপ্তাহের প্রথম দিন রোববার সারা দেশে আট ঘণ্টা রাজপথ অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দলীয় জোট।সেদিন সারা দেশেই পুলিশের সঙ্গে অবরোধকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষ, গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। সহিংসতায় নিহত হয় অন্তত দুইজন।

অবরোধে ‘সরকার সমর্থকদের বাধার’ প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করে বিরোধী দল। তবে এর আগেই সোমবার অবরোধের সহিংসতার একটি মামলায় দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার হরতালে দিনভার বিক্ষিপ্ত সংঘাতের পর সন্ধ্যায় মির্জা ফখরুলের মুক্তির দাবিতে সপ্তাহের শেষ দিনও আধাবেলা হরতালের ডাক দেয় বিএনপি।

অবশ্য ক্ষমতাসীন দলের নেতারা বলে আসছেন, যুদ্ধাপরাধের বিচার কাজ শেষ পর্যায়ে চলে আসায় জামায়াতে ইসলামী ও তাদের শরিক বিএনপি ‘মরিয়া’ হয়ে সহিংসতা শুরু করেছে।

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে জামায়াতের সাবেক ও বর্তমান আমিরসহ শীর্ষ নয় নেতা এবং বিএনপির দুই নেতার বিচার চলছে ।

 

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়