ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শীর্ষ সন্ত্রাসী বিকাশকের মুক্তিতে তোলপাড়

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩২, ১৬ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীর্ষ সন্ত্রাসী বিকাশকের মুক্তিতে তোলপাড়

 

 

 

কঠোর গোপনীয়তায় শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাসকে জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় তোলপাড় চলছে। এ নিয়ে রীতিমতো স্তম্ভিত পুলিশ কর্মকর্তারাও। কীভাবে এ দুর্ধর্ষ সন্ত্রাসীর মুক্তি হলো, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। তবে পুলিশ কর্মকর্তারা এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক পদস্থ একজন পুলিশ কর্মকর্তা বলেন, বিকাশকে এভাবে মুক্তি দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পুলিশ প্রশাসন। ওই কর্মকর্তা বলেন, এর আগেও বিকাশকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় সে চেষ্টা ভেস্তে যায়। তাঁর মতে, বিকাশের মতো সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালে ছোট সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, কারাগারে বসেই কোটি কোটি টাকার চাঁদাবাজি করেছেন বিকাশ। এমন তথ্য তাঁদের হাতে রয়েছে। কিন্তু এ নিয়ে তাঁরা কোনো ব্যবস্থা নিতে পারেননি। অনেকে চাঁদা দিয়ে আপস করেছেন— এমন কথাও তাঁরা জেনেছেন।
র্যা বের একজন কর্মকর্তা বলেন, বিকাশকে পাওয়া গেলে অবশ্যই গ্রেপ্তার করা হবে। এ ধরনের সন্ত্রাসীর বাইরে থাকা কোনোভাবেই নিরাপদ নয়।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নির্দেশে গত শুক্রবার খুব সকালে কঠোর গোপনীয়তার মধ্যে কাশিমপুর-২ কারাগার থেকে বিকাশকে মুক্তি দেওয়া হয়। এরপর তাঁকে একজন পুলিশ কর্মকর্তার গাড়িতে তুলে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এ ধরনের শীর্ষ সন্ত্রাসী জামিন পেলে তাঁদের মুক্তি দেওয়ার আগে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। কারা প্রশাসনের কর্মকর্তারা সেভাবেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিলেন। কিন্তু উচ্চপর্যায় থেকে বিকাশকে মুক্তি দেওয়ার নির্দেশনা থাকায় কারা প্রশাসনও নীরব থাকে।

 

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়