ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এ্যাওয়ার্ড পেল ইউনাইটেড এয়ারওয়েজ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ৩০ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
এ্যাওয়ার্ড পেল ইউনাইটেড এয়ারওয়েজ

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড অভ্যন্তরীন, আঞ্চলিক ও আন্তর্জাতিক রুটে ধারাবাহিক অবদানের জন্য এয়ারলাইন্স সেক্টরে বেস্ট এভিয়েশন কোম্পানী হিসেবে “মোস্ট রেসপেক্টেড কোম্পানী এ্যাওয়ার্ড-২০১২” পেয়েছে।

ইউনাইটেড এয়ারওয়েজের পক্ষ থেকে কোম্পানির সিনিয়র এ্যাডভাইজার সৈয়দ আব্দুল মুক্তাদির, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত বাহনারিম আবু গুইনোমলা, এফবিসিসিআই’র প্রথম ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী ও দ্বিতীয় ভাইস প্রেসিডেন্টহেলাল উদ্দিনের কাছ থেকে সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ্যাওয়ার্ড প্রদান করেন বিজনেস ম্যাগাজিন বিজনেস এশিয়া।

ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের এজিএম (মার্কেটিং সাপোর্ট এন্ড পাবলিক রিলেশন) মোঃ কামরুল ইসলাম জানান, এর আগেও অভ্যন্তরীন রুটে অভাবনীয় সফল্যের জন্য দেশের কাগজ বিজনেস অ্যাওয়ার্ড-২০০৭, বেগম রোকেয়া শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড-২০০৭, অভ্যন্তরীন ও আঞ্চলিক রুটে সফলতার জন্য অর্থকণ্ঠ বিজনেস অ্যাওয়ার্ড-২০০৮, ২০১১, ২০১২ ইবিএল-মনিটর অভ্যন্তরীন এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১০, এনআরবি ইনভেস্টমেন্ট অব দ্যা ইয়ার-২০১০ এ্যাওয়ার্ড -এ ভূষিত হয়েছিল।

ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশের পুঁজি বাজারে একমাত্র বিমান সংস্থা যা বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালা লামপুর, ব্যাংকক, কাঠমুন্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট, কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ঢাকা থেকে আন্তর্জাতিক রুট ছাড়াও অভ্যন্তরীন সকল রুটে যেমন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।

১০ জুলাই ২০০৭ তারিখে ইউনাইটেড এয়ারওয়েজ ৩৭ আসন বিশিষ্ট ড্যাশ-৮ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে সিলেট উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। ইউনাইটেডের বিমান বহরে রয়েছে দু’টি ড্যাশ-৮ ১০০, দু’টি এটিআর-৭২, তিনটি এমডি-৮৩ এবং দু’টি এয়ারবাস-৩১০ সহ মোট নয়টি এযারক্রাফট।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়