ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তত্ত্বাবধায়ক ছাড়া র্নিবাচন হবে না : বিএনপি

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তত্ত্বাবধায়ক ছাড়া র্নিবাচন হবে না : বিএনপি

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

বিএনপির সমন্বয়কারী ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, সরকার সংলাপের কথা বলে অনর্থক বিদ্যমান সংকটের বরফ গলানোর চেষ্টা করছে।

এ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি না চান, তাহলে আমাদের দাবি মেনে নিন, আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানা ছাড়া কোনো বিকল্প নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হকের নি:শর্ত মুক্তি এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী যুবদল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়