ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মামলার পুনর্বিবেচনার আবেদন খারিজ

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ৩ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মামলার পুনর্বিবেচনার আবেদন খারিজ

ঢাকা, ০৩ জানুয়ারি (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম): জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার সকালে বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই ৩ টি আবেদনই খারিজ করে আদেশ দেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, মিজানুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পুনর্বিবেচনার বিরোধীতা করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও ট্রাইব্যুনালের আইনজীবী সৈয়দ হায়দার আলী। ১ জানুয়ারি শুনানি শেষে আদেশের জন্য ৩ জানুয়ারি তারিখ ধার্য করেছিল ট্রাইব্যুনাল।

মূলত চেয়ারম্যান পদ থেকে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করার পর ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন হওয়ায় জামায়াতের তিন নেতার পক্ষে মামলার কার্যক্রম আবারও শুরু করার আবেদন জানানো হয়।

গত ১৯ ডিসেম্বর গোলাম আযমের মামলা পুনর্বিচারের জন্য প্রায় ৬শ’ পৃষ্ঠার আবেদন জমা দেন তার আইনজীবী। এরপর গত ২৩ ডিসেম্বর মতিউর রহমান নিজামীর মামলা পুনর্বিচারের জন্য ২শ’ ১৪ পৃষ্ঠার ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা পুনর্বিচারের জন্য প্রায় ৬শ পৃষ্ঠার আবেদন জমা হয়।

উল্লেখ্য, সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন ইতোমধ্যেই শেষ হয়েছে। মামলার রায় অপেক্ষমান কার্যতালিকায় রাখা হয়েছে। আর নিজামী ও  গোলাম আযমের বিরুদ্ধে মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়