ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সব্জি বিক্রেতার দুই মেয়ে সরকারি মেডিকেলে চান্স পেলো

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ৩ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব্জি বিক্রেতার দুই মেয়ে সরকারি মেডিকেলে চান্স পেলো

ন্যাশনাল ডেস্ক, ২৯ ডিসেম্বর (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম): ময়মনসিংহের গৌরীপুর পৌরহাটে সবজি বিক্রেতা হাশিম উদ্দিনের দুই মেয়ে এবার সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গত রোববার শহরে এ খবরে ছড়িয়ে পড়লে নানা শ্রেণী ও পেশার লোক অভিনন্দন জানাতে তাদের ভাঙা কুটিরে ভিড় জমাতে থাকেন।
গত ২৩ নভেম্বর শুক্রবার দেশব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে রোববার ।
মেয়েদের সাফল্যের আনন্দ অশ্রুতে বারবার ভিজে যাচ্ছে মা শিরিন আক্তারের দুই চোখ। বাবা আনন্দে আত্মহারা হয়ে জড়িয়ে ধরছেন প্রতিবেশীদের। এ যেন ভাঙা ঘরে চাঁদের হাসি।
উপজেলার পৌরশহরের কালীপুর কলাবাগান এলাকায় বসবাস করেন সবজি বিক্রেতা হাসিম উদ্দিন। তবে আনন্দের মধ্যেও বাবা-মার সংশয় মাত্র ২ শতাংশের ভিটে আর ২০০ টাকার পুঁজির সবজি ব্যবসায় দিয়ে এ সুদীর্ঘ পথ অতিক্রম করতে পারবেন কি ?
গৌরীপুর মধ্যবাজারে রাস্তার ধারে সামান্য পুঁজি নিয়ে সবজির দোকান করেন পাঁচ সন্তানের জনক হাসিম উদ্দিন, যা দিয়ে চলছে সংসার আর চার সন্তানের পড়ালেখার খরচ। অর্থাভাবে তিনি বড় মেয়েকে এসএসসি পাস করার পরই বিয়ে দিয়েছেন। আর দ্বিতীয় মেয়ে সাবিকুন্নাহার আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ইংরেজি বিষয়ে অনার্স প্রথম বর্ষে অধ্যয়ন করছেন। তৃতীয় মেয়ে সায়মুন নাহার সুমি ২০০৯ সালে গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, ২০১১ সালে গৌরীপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। পঞ্চম শ্রেণীতে সাধারণ আর জুনিয়রে মেধাবৃত্তি লাভ করে। চতুর্থ মেয়ে ইউকাবেতুন্নাহার জেরিন ২০১০ সালে গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ ৫ ও ২০১২ সালে গৌরীপুর সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ ৫ পান। পঞ্চম ও অষ্টম শ্রেণীতেও পেয়েছিল মেধাবৃত্তি।
এবার ওই দুই মেধাবী বোন একসাথে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মোবাইল ম্যাসেজে জেনে যান সায়মুন নাহার সুমি ঢাকা মেডিক্যাল কলেজ আর ইউকাবেতুন্নাহার জেরিন কক্সবাজার মেডিক্যাল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। এ দিকে তাদের একমাত্র ভাই স্যামুয়েল হক রিবাতও পঞ্চম শ্রেণীতে মেধাবৃত্তি পেয়ে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীা দিয়েছে।
সবার কাছে দোয়া চেয়ে কৃতজ্ঞতা স্বীকার করে জেরিন ও সুমি বলেন, স্বপ্ন সফলের পথে, সবার সহযোগিতা চাই।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়