ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

হরতাল চলছে :বিভিন্ন স্থানে বাসে আগুন ও ভাংচুর

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ৬ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হরতাল চলছে :বিভিন্ন স্থানে বাসে আগুন ও ভাংচুর

ঢাকা, ০৬ জানুয়ারি (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম ) : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সারাদেশে ১৮ দলের হরতাল চলছে। হরতালের প্রথম প্রহরে রাজধানীর মিরপুরে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পান্থপথে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তেজগাঁওয়ে কলেজের সামনে হরতাল সমর্থনকারী মিছিলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ডাকে এই হরতাল চলছে। দলীয় কর্মসূচি না থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যালয়গুলোতে দলীয় নেতাকর্মীরা সকাল থেকেই অবস্থান নেবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

হরতালের আগেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সহিসংতার খবর পাওয়া গেছে। ঢাকার  কয়েকটি জায়গায় গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনসহ ক্যাম্পাসের বেশ কয়েকস্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। রমনা, বাংলামোটর, আজিমপুর, মহাখালী, মিরপুর ও বাড্ডায় বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, হরতালের সমর্থনে মিছিলে জোটের নেতারা দেশের বিভিন্ন জায়াগায় মিছিল করেছে। পুলিশ মিছিলে বাধা দিয়েছে। সারাদেশে পুলিশের হামলায় বিরোধী জোটের দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং সমসংখ্যক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ হরতাল পালন করবে। বাধা এলে লাগাতার হরতাল দেয়া হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট হরতালবিরোধী কর্মসূচি ঘোষণা না দিলেও তারা মাঠে থাকবে। দলটির নবনির্বাচিত সভাপতিমন্ডলীর সসদ্য নূহ উল আলম লেনিন জাস্ট নিউজকে জানিয়েছেন, দলীয় কোনো কর্মসূচি নেই। তবে সারাদেশে ইউনিট নেতারা দলীয় কার্যালয়ে সকাল থেকেই অবস্থান করবেন।

নাশকতা এড়াতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও গণসংযোগ শাখার সহকারী কমিশনার গাজী রবিউল ইসলাম জানিয়েছেন, মানুষের জানমাল রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করবে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও ৮-১০টি ভ্রামম্যাণ আদালত মাঠে থাকবে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়