Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১৪ ১৪২৮ ||  ১৭ জিলহজ ১৪৪২

জাতীয় লিগে ওয়ালটন মোবাইল পেলেন..

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
জাতীয় লিগে ওয়ালটন মোবাইল পেলেন..

ঢাকা: ওয়ালটন রেফ্রিজারেটর জাতীয় লিগের তিনটি ভেন্যুতে ওয়ালটন এনরয়েড মোবাইলফোন সেট পুরস্কার পেলেন দর্শক সাংবাদকি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা ও রংপুর বিভাগের খেলা কাভার করতে এসে লটারিতে স্মার্টফোন পেলেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মহসিন রাজু। খেলা শেষে তার হাতে পুরস্কারটি তুলে দেন ঢাকা বিভাগীয় দলের টিম ম্যানেজার আলী হোসেন ও বগুড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার খোকন চক্রবর্তী। এই ভেন্যুতে ওয়ালটন এনরয়েড মোবাইলফোন সেট জিতেছেন দর্শক মেহেদী হাসান।

বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় লিগের তৃতীয় দিনের খেলায় বরিশাল সময়ের সম্পাদক হাসান সরদার জুয়েল ওয়ালটনের একটি স্মার্টফোন জিতেছেন। তাকে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো। বরিশালের দর্শক গোলাম মোস্তফা লটারিতে জিতেছেন এনরয়েড মোবাইলফোন সেট। বিজয়ী দর্শকের হাতে পুরস্কারটি তুলে দেন বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য আমিনুল হক মাসুম ও ওয়ালটন বরিশালের এরিয়া ম্যানেজার সুমন রায় চৌধুরী।
 
সিলেটে ঢাকা মেট্টো ও খুলনা বিভাগীয় দলের খেলায় লটারিতে ওয়ালটন মোবাইলফোন সেট জিতেছেন মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক সতুন সিংহ। দর্শকদের মধ্য থেকে ওয়ালটন স্মার্টফোন পেয়েছেন মুশারাব হোসেন।

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়