ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ওয়ালটনের পণ্য যাচ্ছে বাহরাইনে

অর্থনীতি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ১৪ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের পণ্য যাচ্ছে বাহরাইনে

রাইজিংবিডি২৪.কম:

বাণিজ্যমেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেন বাহরাইনের রকার্স এজেন্সিসর তিন সদেস্যর প্রতিনিধিদল। বহুজাতিক ওই কোম্পানিটি ইলেকট্রনিক্স ও অটোমবোইল পণ্য বিপণনের সঙ্গে জড়িত। রকার্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের সিইও আলী এ হামেদ আল শেখ। ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের প্রধান লোকমান হোসেন আকাশ। চুক্তি অনুযায়ী বাহরাইনের ওই কোম্পানি আগামী ২ বছরে প্রায় ১০ মিলিয়ন ডলারের ওয়ালটন পণ্য নেবে। অবশ্য এর আগেও বাহরাইনে ওয়ালটনের পণ্য বাজারজাত হতো। কিন্তু সেসব পণ্য যেত সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। এবার সরাসরি যাচ্ছে বাংলাদেশ থেকে। ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের প্রধান লোকমান হোসেন আকাশ বলেন, বাংলাদেশে আসার আগেই তারা ওয়ালটন সম্পর্কে ইতবাচক ধারণা নিয়ে এসেছিলেন। বাণিজ্যমেলায় ওয়ালটন পণ্যের আউটলুক এবং মান দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। তাদের আগ্রহেই অনেকটা তাড়াহুড়া করে সমঝোতা চুক্তি হলো। তিনি বলেন, এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিক। বাহরাইনের ওই কোম্পানিটি ওয়ালটনের ফ্রিজ, মোটরসাইকেল ও মোবাইল ফোন সেটের পাশাপাশি গার্মেন্টস পণ্য আমদানির ব্যাপারেও আগ্রহী।

 

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়