ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুবির লাইব্রেরি রাত ৮টা পর্যন্ত খোলা

দেলোয়ার হোসেন শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুবির লাইব্রেরি রাত ৮টা পর্যন্ত খোলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্য‌মে এই তথ্য জানানো হয়। আজ বুধবার থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অধ্যয়ন ও পাঠসেবার সুবিধার্থে কেন্দ্রীয় লাইব্রেরির পরিসেবা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। লাইব্রেরির নিয়মিত সব প্রশাসনিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শেষ করা হবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু রিডিং সার্ভিস ও ই-রিসার্সে সেন্টার চালু থাকবে।


রাইজিংবিডি/কুমিল্লা/১১ সেপ্টেম্বর ২০১৯/দেলোয়ার হোসেন শরীফ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়