ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বশেমুরবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শপথ

বশেমুরবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৩, ২১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বশেমুরবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শপথ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে। শুক্রবার রাত ৯ টায় বিক্ষোভে মোমবাতি জ্বালিয়ে শপথ বাক‌্য পাঠ করেন শিক্ষার্থীরা।

গত ১১ সেপ্টেম্বর ফেইসবুকে স্ট্যটাসের কারণে আইন বিভাগের শিক্ষার্থী ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কার এবং দীর্ঘদিন ধরে চলে আসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া দুর্নীতি, ভর্তি বাণিজ্য, বঙ্গবন্ধু ম্যুরাল নির্মাণের আড়াই কোটি টাকা আত্মসাৎ, নারী কেলেঙ্কারিরও অভিযোগ রয়েছে উপাচার্য প্রফেসর ড.খন্দকার নাসিরুদ্দিনের বিরুদ্ধে।

শুক্রবার দিনভর আন্দোলনের পর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

এ সময় তারা অঙ্গীকার করেন আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখবেন।


বশেমুরবিপ্রবি/ রাশিদুল ইসলাম/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়