ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাবির শীতকালীন ছুটি পেছাল

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাবির শীতকালীন ছুটি পেছাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলতি বছরের শীতকালীন ছুটি পিছিয়ে ৫ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে ছুটি ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল। এসময় শিক্ষার্থীদের আবাসিক হলগুলোও বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আগামী ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ক্যাম্পাসে আসবেন। এজন্য সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে শীতকালীন ছুটির পুনঃনির্ধারণ করা হয়েছে। ক্যাম্পাস তখন সিকিউরিটি ফোর্সের আওতায় চলে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে, পরামর্শ নিয়ে হল বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তারা চাইলে তারও আগে থেকে হল বন্ধ রাখব। এছাড়া ডিসেম্বরে শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হবে। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তরপত্র যাচাই করবেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী সেমিস্টারের ক্লাস আগামী বছর থেকে শুরু হবে।

 

শাবিপ্রবি/মাসুদ আল রাজী/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়