ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানবাধিকার দিবস উপলক্ষে এসইউবিতে কুইজ প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানবাধিকার দিবস উপলক্ষে এসইউবিতে কুইজ প্রতিযোগিতা

মানবাধিকার দিবস উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগ চতুর্থবারের মতো ‘ল’ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আইন বিভাগের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় সেরা ৮ জনকে মনোনীত করা হয়। দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকার করেন এই বিভাগের ২৬ ব্যাচের শিক্ষার্থী মনি, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হন যথাক্রমে পাপ্পু, রাহুল এবং প্রণব সাহা।

এছাড়াও পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ২২ ব্যাচের শিক্ষার্থী প্রণব সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক জিনাত আমিন, সহকারী অধ্যাপক এবং প্রাক্তন জেলা জজ মো. আজগর আলী, সহকারী অধ্যাপক নাজিয়া রহমান, প্রভাষক সানজাদ শেখ, প্রভাষক ওয়াসিক মো. ইসতিয়াক এবং প্রভাষক মোহাম্মদ জহির উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সৈয়দা রিজওয়ানা হাসান এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন একই বিভাগের শিক্ষক ওয়াসিক মো. ইসতিয়াক এবং মো. জহির উদ্দিন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মানবাধিকার হচ্ছে সকল মানুষের মৌলিক অধিকার। এ অধিকার প্রতিষ্ঠায় সরকার এবং জনগণকে আরও সচেতন হতে হবে।’


এসইউবি/প্রণব সাহা/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়