ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাত পোহালেই নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাত পোহালেই নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল শুক্রবার।

বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং বিকেল ৫টায় ফলাফল প্রকাশ করা হবে।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

এবারের নির্বাচনে ১১টি পদে আওয়ামীপন্থী দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। আওয়ামীপন্থী প্যানেল দুইটি হলো নীল দল এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করায় স্বল্প সময়ে প্রচারণা করতে হচ্ছে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী শিক্ষকরা আমাদের সাথে আছেন। আমাদের বিজয় হবেই।’

নীল দলের সভাপতি প্রার্থী অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘অন্যায়-অবিচার, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য শিক্ষক সমিতি একটি বড় জায়গা। আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আশা করি, আমরা পূর্ণ সমর্থন পাব।’


নোবিপ্রবি/আহমেদ ফাহিম/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়