ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেসরকারি বিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভাল শুরু ২ ফেব্রুয়ারি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেসরকারি বিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভাল শুরু ২ ফেব্রুয়ারি

দেশের বৃহত্তম আন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভাল আয়োজন করছে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং বাস্কেটবল এই পাঁচটি খেলার সমন্বয়ে স্পোর্টস কার্নিভাল আয়োজন করা হয়েছে।

আগামী ২ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা শুরু হবে। ১৬ ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাপনী পর্বের মাধ্যমে পর্দা নামবে এই স্পোর্টস কার্নিভালের।

এই প্রতিযোগিতায় দেশের ৯৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দল বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাথলেটিক্স ক্লাব।

এনএসইউ খেলার মাঠ, আশিয়ান সিটি পিয়ারাবাগ খেলার মাঠ এবং আশিয়ান মেডিক্যাল খেলার মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বৃহৎ এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে শীর্ষস্থানীয় ও   জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

 

এনএসইউ/খালিদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়