ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতে সেরা প্রবন্ধকার সম্মাননা পেলেন চবি শিক্ষক

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে সেরা প্রবন্ধকার সম্মাননা পেলেন চবি শিক্ষক

ভারতের ‘পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ’ এর ৩৬তম অধিবেশনে ভারত বহির্ভূত অন্যান্য দেশ বিভাগে ‘সেরা প্রবন্ধকার সম্মাননা’ পেয়েছেন তাসনুভা রহমান।

২৪ জানুয়ারি ভারতের কলকাতাস্থ কেশবচন্দ্র ব্রহ্মানন্দ কলেজে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা পান তাসনুভা।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক। ‘চট্টগ্রামের সাংস্কৃতিক তৎপরতার একটি রূপরেখা’ শীর্ষক প্রবন্ধের জন্য তিনি এ সম্মাননায় ভূষিত হয়েছেন৷

তিনি বলেন, ‘এ প্রাপ্তি আমাকে কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। একটি বিষয় আমি সব সময় মাথায় রাখি, কাজ করে যেতে হবে। কাজের সংখ্যা না বাড়লেও চলবে। অল্প অল্প করে করবো, কিন্তু যেন কাজের মান ঠিক থাকে সেদিকে যত্নশীল হতে হবে।’

উল্লেখ্য, তাসনুভা রহমান ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২০০২-২০০৩ শিক্ষাবর্ষে ভর্তি হোন। ২০১৩ সালে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।


চবি/মাহবুব/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়