ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লিগ শুরু ১৬ ফেব্রুয়ারি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লিগ শুরু ১৬ ফেব্রুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ এর উদ্যোগে সপ্তমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লিগ-২০২০’।

আগামী ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ১৬টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আল ইমরান জাকারিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কম্পিটিশন ফর দ্য কম্পোজিশন অব লাইফ’ এই মূলমন্ত্র নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে স্পোর্টস সাস্ট। জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ২০১০ সাল থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মতো স্পোটর্স সাস্ট আয়োজন করে আসছে ‘স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লিগ’।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন্স লিগ-২০ এর কোষাধ্যক্ষ ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আল রসিদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুন্সি মোহাম্মদ শরীফ আহমেদ, সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী টুটুল ও সহ-সভাপতি শাদমান মনির অন্তু।


শাবিপ্রবি/মাসুদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়