ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্পোর্টস কার্নিভাল: নর্থ সাউথ জয়ী

হাকিম মাহি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পোর্টস কার্নিভাল: নর্থ সাউথ জয়ী

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ের বৃহত্তম ইভেন্ট ‘এনএসইউ আন্তঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভাল-২০২০’ তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে।

বুধবার দিনের একমাত্র ক্রিকেটে ম্যাচে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বিপক্ষে সকাল ১০টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি অংশ নেয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি বিজয়ী হয়। রাজধানীর আশিয়ান সিটিতে অবস্থিত পেয়ারাবাগান প্লে গ্রাউন্ড মাঠে এ খেলা হয়।

অন্যদিকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃক নির্ধারিত ভেন্যু এনএসইউ ইনডোর প্লে গ্রাউন্ডে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি কোয়ালিফায়ার ম্যাচে ব্রাক ইউনিভার্সিটিকে ৫টি বিভাগের ৩টিতে হারিয়ে ফাইনালে নর্থ সাউথ ইউনিভার্সিটির বিপক্ষে অংশ নেয়।

টেবিল টেনিস বিভাগে ফাইনালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিকে ৫টি বিভাগের সবকটিতেই হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

স্পোর্টস কার্নিভালে ৫টি ভিন্ন ধরনের খেলা রয়েছে যেখানে বাকি ৩টি খেলা হলো- ব্যাডমিন্টন, বাস্কেটবল এবং ফুটবল। ব্যাডমিন্টন বিভাগ ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ৭ ফেব্রুয়ারি বাস্কেটবল এবং ৯ ফেব্রুয়ারি ফুটবল শুরু হবে।

এ আয়োজনে পৃষ্ঠপোষকতায় রয়েছে ইয়ামাহা ও বসুন্ধরা কিংস। সহযোগিতায় পোলার ও রেডিও ধ্বনি ৯১.২ এফএম।

উল্লেখ‌্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভালের মিডিয়া পার্টনার দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকম।

 

ঢাকা/মাহি/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়