ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভালের ট্রফি উন্মোচন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভালের ট্রফি উন্মোচন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভালের বিশেষ ট্রফি উন্মোচিত হয়েছে।

সোমবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির কয়েকজন সদস্যবৃন্দ। ট্রফি উন্মোচন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুরকার তপু।

গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ের বৃহত্তম ইভেন্ট ‘এনএসইউ আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভাল ২০২০”।

এ ক্রীড়া প্রতিযোগিতায় দেশের ৯৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং বাস্কেটবলের মতো ৫টি খেলায় এ টুর্নামেন্ট আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাথলেটিক্স ক্লাব। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

 

এনএসইউ/খালিদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়