ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফাগুনের রক্তরাঙা

গোলাম মোস্তফা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাগুনের রক্তরাঙা

বসন্ত এসেছে ঘরের দুয়ারে!

জানালার পাশে বৃক্ষরাজ,

দাঁড়িয়ে আছে কচি পাতার ডানা মেলে।

শুকনো পাতার শব্দঘেরা,

অন্তরে বাঁজে বিষাদ বেদনা!

আনমনা হৃদয় খুঁজে সারা বেলা।

শিমুল ফুল এখনো অপেক্ষা করে,

তোমার খোঁপায় সাজবে বলে।

বৃক্ষরাজ অপেক্ষা করে,

তুমি ফিরবে তাহার ছায়া তলে।

তুমি কি আড়ষ্ঠতা ভেঙে,

ফাগুনের সাজে তাহাকে পেয়েছো?

যে ফাগুনে ছেড়েছিলে হাত!

নতুন জীবনের সুখে,

সেই ফাগুনে শিমুলের মালা পেয়েছো তো?

কোকিল কণ্ঠে বেদনার সুর,

সুরেলা সেই গান খুঁজে ফিরে এখনো।

ফাগুন এসেছে এই বুঝি তুমি ফিরছো,

বৃক্ষরাজের ছায়া তলে।

বাসন্তী রঙ অপেক্ষা করে,

তোমার সান্নিধ্য ফিরে পাবে এই বলে।

ফুলের বনে সাজবে তুমি,

ফাগুনের রক্তরাঙা কৃষ্ণচূড়ার প্রাণে!

এই ভাবনায় বৃক্ষরাজ থাকে আপন মনে।

কবি: শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়।


ঢাকা/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়