ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্রন্থমেলায় ‘এলিয়েন’

খালিদ সাইফুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় ‘এলিয়েন’

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে সাংবাদিক মিন্টু হোসেনের নতুন শিশুতোষ বই ‘এলিয়েন’। এ মেলায় সমগ্র প্রকাশনীর স্টলে (৬২০-৬২১ নম্বর স্টল) বইটি পাওয়া যাচ্ছে।

বইতে এলিয়েন নিয়ে নানা কৌতূহলী প্রশ্নের উত্তর ও এলিয়েনের প্রকারভেদ আকর্ষণীয় ছবিসহ তুলে ধরা হয়েছে। এতে গ্রহ-নক্ষত্রের অজানা বিভিন্ন তথ্য শিশুদের জন্য গল্পের আকারে উপস্থাপন করা হয়েছে।

লেখক মিন্টু হোসেন বলেন, ‘বইতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের অনুসন্ধানী মানুষের মনকে নাড়া দেয়ার মতো উপাদান রয়েছে। এতে তথ্য-উপাত্তের পাশাপাশি ফিকশনের উপাদানও রয়েছে।’

মিন্টু হোসেন পেশায় একজন সাংবাদিক এবং গবেষক। তাঁর জন্ম মেহেরপুর জেলার আমঝুপী গ্রামে। বর্তমানে তিনি একটি স্বনামধন্য দৈনিক পত্রিকায় জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে কর্মরত আছেন। লেখক ‘পৃথিবীর বাইরে’ বইটির জন্য ‘অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশু সাহিত্য পুরস্কার’ পেয়েছেন।


এনএসইউ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়