ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুর্নীতিবিরোধী নাটক প্রতিযোগিতায় জয়ী যারা

আরাফাত বিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্নীতিবিরোধী নাটক প্রতিযোগিতায় জয়ী যারা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চট্টগ্রামের উদ্যোগে দুর্নীতিবিরোধী ‘আন্তঃস্কুল নাটক প্রতিযোগিতা’ হয়েছে।

১৯ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআবি, চট্টগ্রাম মহানগরের সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী।

এ সময় ছিলেন প্রতিযোগিতার আহ্বায়ক রওশন আরা চৌধুরী, সনাক সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, সনাক সদস্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস ও শুভ্রা বিশ্বাস।

এতে চট্টগ্রামের নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

দুর্নীতিবিরোধী এ নাটক প্রতিযোগিতায় বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হয় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বাওয়া স্কুল)। এতে দ্বিতীয় স্থান অধিকার করে হাজী মুহাম্মদ মহসীন সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং তৃতীয়স্থান অধিকার করে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

স্কুলগুলো নাটকের মাধ্যমে পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং কোচিং বাণিজ্যকে তুলে ধরে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।

ইলিয়াস হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিকে পুরোপুরিভাবে দূর করতে হবে।’

এ সময় উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।


পিসিআইইউ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়