ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ক্যাম্পাসে এসে মার খেলেন ঢাবির সাবেক ২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যাম্পাসে এসে মার খেলেন ঢাবির সাবেক ২ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এসে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) কামাল উদ্দিন ও তার অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ফুলার রোডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এসময় তাদের উদ্ধারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের উপরেও চড়াও হয় কামালের অনুসারীরা।

মারধরের শিকার প্রাক্তন দুই ছাত্র হলেন- রানা নাসের ও তার ছোটভাই বাপ্পী। রানা থিয়েটার ও পারফরমেন্স বিভাগের ছাত্র ছিলেন। এ ছাড়া কামালের অনুসারিদের হাতে হেনস্তার শিকার হয়েছেন প্রাক্তন ছাত্রী নুরহাদ ফারহানা। তিনি মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রী বলেন, ‘‘আমি চায়নাতে পড়াশোনা করছি। ছুটিতে দেশে এসেছি। রানা নাসের আমার কাছের ছোট ভাই। তার ছোট ভাই চায়নাতে স্কলারশিপ নিয়ে পড়তে যেতে চায়। তাই সে এ বিষয়ে আমার কাছে জানতে চায়।

‘গতকাল রাতে আমি ও রানার ছোট ভাই বাপ্পি ফুলার রোডে কথা বলছিলাম। এমন সময় কিছু শিক্ষার্থী আমাদের কাছে এসে বাপ্পিকে জিজ্ঞেস করে, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না। বাপ্পি কিছু বুঝে ওঠার আগে কিছু বলতে না বলতেই ওই শিক্ষার্থীরা তাকে মারধর শুরু করে।’’

থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রানা নাসের বলেন, ‘আমার ছোট ভাইকে চায়নাতে পড়াশোনার জন্য পাঠাতে চাই। তাই আমি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফারহানা আপুর দ্বারস্থ হই। আপুর সঙ্গে দেখা করতে এসে আমরা মারধরের শিকার হয়েছি। ভিপির উপস্থিতিতে অন্যান্য শিক্ষার্থীরা আমাদের মারধর করে।’

ঘটনাটি জানতে এসএম হলের ভিপি কামাল উদ্দিনকে ফোন করা হয়। তবে তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এটি গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’


ঢাকা/ইয়ামিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়