ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নতুন সাজে শাবি’র ডে-কেয়ার সেন্টার

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন সাজে শাবি’র ডে-কেয়ার সেন্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বাচ্চাদের অফিস টাইমে দেখাশুনা করার সুবিধার্থে নতুনরূপে ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে।

২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে ডে-কেয়ার সেন্টার চালু হলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা ছিল না বিধায় আবারো নতুনরূপে সজ্জিত করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ইউনিভার্সিটি সেন্টারের দ্বিতীয় তলায় নতুনভাবে এই ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিবারের সবার কথা বিবেচনা করে কর্মজীবী পরিবারগুলোর শিশু সুরক্ষার জন্য ডে-কেয়ার সেন্টারের পথ চলা শুরু হয়। শুরু থেকেই  শিশুরা যেন এখানে নির্মল ও আনন্দময় সময় কাটাতে পারে, সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা নজর রাখছিল। এরই ধারাবহিকতায় নতুন ভাবে শিশুদের নির্মল মানুষিকতার সাথে সঙ্গতিপূর্ণ করে ডে-কেয়ার সেন্টার সজ্জিত করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে যে জায়গাটি আছে, সেটা পর্যাপ্ত না। তাই ভবিষ্যতে এর পরিসর আরো বড় করা হবে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো যখন উন্নত হবে। আশা করি, এর সব সমস্যা সমাধান হবে।’

ডে-কেয়ার সেন্টারের তত্ত্বাবধায়ক সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীদের সুবিধার্থে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছিল। শুরুতে ডে-কেয়ার সেন্টারটিতে পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না। বর্তমানে শিশুদের জন্য থাকা, খাওয়া, ঘুমানো, খেলাধুলা, বিনোদন এবং প্রি-স্কুল সুবিধাসহ সব অত্যাধুনিক সুবিধা রয়েছে। এটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন ছাড়া অন্য দিনও তাদের সন্তানদের রাখতে পারবেন।’

এসময় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সাবেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, সদ্য সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলম, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা।


শাবিপ্রবি/মাসুদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়