ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্রন্থমেলায় অনন্য মোশতাক আহমেদের ৪ বই

খালিদ সাইফুল্লাহ্ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় অনন্য মোশতাক আহমেদের ৪ বই

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তা মোশতাক আহমেদ লেখক হিসেবেই বেশি পরিচিত। লেখনীর মাধ্যমে পেয়েছেন পাঠকপ্রিয়তা, অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিশু সাহিত্য পুরস্কারসহ আরো অসংখ্য পুরস্কার।

তার লেখা বই, বিশেষ করে সায়েন্স ফিকশন বইগুলো পাঠকদের কাছে ভালো জায়গা করে নিয়েছে।

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ মোশতাক আহমেদের ৪টি নতুন বই প্রকাশিত হয়েছে। এ বছর অনিন্দ্য প্রকাশ থেকে জোছনার ছায়া, ইলিন ও মৃত্যুপ্রাসাদ এবং কথা প্রকাশ থেকে ইডিন প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘ইলিন’ ও ‘ইডিন’ সায়েন্স ফিকশন বই, ‘জোছনার ছায়া’ প্যারাসাইকোলজি উপন্যাস এবং ‘মৃত্যুপ্রকাশ’ ভৌতিক ঘরানার বই।

ইতোমধ্যেই ‘জোছনার ছায়া’ বইটি বিক্রি হয়েছে বিপুল পরিমাণে। এই বইটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভালোলাগা ও মতামত প্রকাশ করেছেন অনেকেই।

অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল হোসেন বলেন, মোশতাক আহমেদের ‘জোছনার ছায়া’ বইটি আমাদের বেস্টসেলার বই। এই বইমেলাতেই বইটির ৫ম সংস্করন চলছে।

কথাপ্রকাশের মার্কেটিং বিভাগের কর্মকর্তা ইউনুস আলী বলেন, বইমেলায় আমাদের প্রকাশনীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের একটি ইডিন। মেলার তৃতীয় সপ্তাহেই প্রথম মুদ্রনের সবগুলো বই শেষ হয়ে গেছে।

 

এনএসইউ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়