ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাবির বিজ্ঞান ও প্রযুক্তি উৎসবে যারা জয়ী

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাবির বিজ্ঞান ও প্রযুক্তি উৎসবে যারা জয়ী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’ এ উৎসবের আয়োজন করে।

সোমবার (১৬ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফেস্টিভ্যালে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও লাইফ সায়েন্স ক্যাটাগরিতে অলিম্পিয়াড হয়।

উৎসবে গণিত অলিম্পয়াডে চ্যাম্পিয়ন হয়েছে ‘ড্রাক ক্রিজগার এফসি’ এবং রানারআপ হয়েছে ‘সাস্ট-মাল্টিপ্লায়-বাই-মাইনাস ওয়ান’। পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে ‘ফিজিকিস্টস ডিলেমা’ এবং রানারআপ হয়েছে ‘টিম ট্রায়াঙ্গেল’। রসায়ন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছেন ‘কোভিড-১৯’ এবং রানারআপ হয়েছে ‘পলিজেন’। লাইফ সায়েন্স অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে ‘জিনি গান’ এবং রানারআপ হয়েছে ‘কোভিড-১৯’।

এছাড়া ফেস্টিভ্যালে পোস্টার প্রেজেন্টেশন হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘স্মার্ট ডেপ্থ’ এবং রানারআপ হয়েছে ‘গেনে গান’।

ফেস্টিভ্যালে চেজ খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন জিয়াউর রহমান এবং রানারআপ হয়েছেন রাফেল কবির নিলয়। এককভাবে কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মুশফিক আহসান নিলয় এবং রানারআপ হয়েছেন তাহমিদ ওয়াসিফ রাকিন।

পরে একই স্থানে ‘আই এম মাদার’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। তিন দিনব্যাপী এ ফেস্টিভ্যালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগহণ করেন।


শাবিপ্রবি/মাসুদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়