ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোবিপ্রবির বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোবিপ্রবির বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নোয়াখালীর মানুষদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবাব (২৫ মার্চ) অসহায় মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে তারা।

স্যানিটাইজার তৈরির কাজ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর দিদার-উল-আলম। এসময় ছিলেন ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতেহ নূর রুবেল ও অনুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল হোসেন।

বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ল্যাবরেটরিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ২০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়।

অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘এই মুহূর্তে সারাবিশ্ব করোনায় স্থবির হয়ে পড়েছে । আমাদের সকলের উচিৎ করোনাভাইরাস মোকাবিলায় সচেতন থাকা। বিভিন্নভাবে সবাইকে করোনা থেকে মুক্ত রাখার জন্য কাজ করে যাওয়া।’


নোবিপ্রবি/ফাহিম/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়