ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুবিধাবঞ্চিতদের পাশে ডিআইইউ-সুইচ ফাউন্ডেশন বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুবিধাবঞ্চিতদের পাশে ডিআইইউ-সুইচ ফাউন্ডেশন বাংলাদেশ

করোনায় দেশের সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে এগিয়ে এসেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ অ্যালামনাই এবং সুইচ ফাউন্ডেশন বাংলাদেশ।

ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার শাহ আলম চৌধুরীর নেতৃত্বে এবং সুইচ ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় প্রায় ২০০ এর অধিক পরিবারের মাঝে ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, সাবান, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়।

এ সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ অ্যালামনাই ডা. জয়ফুল আক্তার এবং সুইচ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে সংগঠনের সেক্রেটারি জনাব মঈনুল ফয়সাল এবং কোষাধক্ষ্য বায়েজিদ উপস্থিত ছিলেন।

শাহ আলম চৌধুরী বলেন, ‘দেশের এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সমগ্র বিশ্ব আজ খারাপ সময় পার করছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’

‘যদি আমাদের স্বল্প অর্থে আমরা এক অনাহারির মুখে অন্ন তুলে দিতে পারি, এর থেকে সুখ আর হয় না’, বলেন তিনি।


ডিআইইউ/মুছা মল্লিক/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়