ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা মোকাবিলায় নোবিপ্রবির সাফল্য

আহমেদ ফাহিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় নোবিপ্রবির সাফল্য

করোনার কারণে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এর অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ক্যাম্পাস বন্ধ হলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় কাজ করে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

হ্যান্ড স্যানিটাইজার তৈরি

২৫ মার্চ (বুধবার) শিক্ষার্থীরা ২০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেন। পরে তা নোয়াখালী ডিসি অফিস, এসপি অফিস, সোনাপুর-মাইজদী ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে স্থানীয় পর্যায়ে অসহায়দের মাঝে বিনামূল্যে বিতরণ করেন।

করোনা শনাক্তের কিট তৈরি

এছাড়াও করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার সহজ ও স্বল্পমূল্যের পদ্ধতি উদ্ভাবনের গবেষণায় সাফল্য পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ।

করোনার আগাম অবস্থা জানতে সফটওয়্যার তৈরি

করোনার আগাম অবস্থা জানার জন্য সফটওয়্যার তৈরি করেছেন এই বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আহমেদ কাওছার এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস কে ফয়সাল আহমেদ।

মোবাইল অ্যাপ ‘করোনা অ্যালার্ট’ তৈরি

করোনাভাইরাসের সব তথ্য সহজে জানার জন্য মোবাইল অ্যাপ তৈরি করেছেন এই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী ও তরুণ গবেষক ড. মুহাম্মদ শাহানুল ইসলাম। অ্যাপের নাম দিয়েছেন ‘করোনা অ্যালার্ট’।


নোবিপ্রবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়