ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অসহায়দের পাশে শাবির কর্মচারীরা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসহায়দের পাশে শাবির কর্মচারীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার অসহায়দের মাঝে খাবার ও প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত কর্মচারীরা।

এ সময় প্রায় ৭০টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়।

সোমবার দুপুরে ক্যাম্পাসে শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি হয়। এ সময় করোনা মহামারি থেকে মুক্তির জন্য দোয়া পরিচালনা করেন শাবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মদ মুতিউর রহমান।

এতে ছিলেন শাবির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, কর্মচারী ইউনিয়নের সভাপতি ছাদেক আহমদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বুকসানসহ অনেকেই।

ছাদেক আহমদ বলেন, ‘আমাদের এ ক্ষুদ্র আয়োজনে শাবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ যারা আর্থিকভাবে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া এ দুর্যোগে সব বিত্তবানকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’


শাবিপ্রবি/মাসুদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়