ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কসবায় ৪০০ পরিবারের পাশে তরুণরা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কসবায় ৪০০ পরিবারের পাশে তরুণরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অনন্তপুর গ্রামসহ আশেপাশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিত্তবান ও তরুণ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার এদের উদ্যোগে ৪০০ অসহায় পরিবারকে ৪-৫ দিনের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ লিটার তেল দেওয়া হয়।

অনন্তপুর গ্রামের রনি চৌধুরী বলেন, ‘আমরা সাধ্যমতো অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের গ্রামের রবিন চৌধুরী (ইউপি সদস্য), তছলিমুল ইসলাম দীপু চৌধুরী, প্রবাসী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং যুবসমাজের উদ্যোগে আমাদের এই প্রচেষ্টা চলছে।’

এক রিকশাচালক বলেন, ‘আমরা যখন বিপদে পড়ে যাই, তখনই আমাদের গ্রামের বিত্তবান ও যুবকরা এগিয়ে আসেন।’

খাদ্য সহায়তার পাশাপাশি গ্রামের মানুষদের কোভিড-১৯ সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।


কুবি/সোহাগ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়