ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুমিল্লায় ২৫০টি পরিবারের পাশে রক্তকমল ফাউন্ডেশন

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় ২৫০টি পরিবারের পাশে রক্তকমল ফাউন্ডেশন

অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণদের সংগঠন রক্তকমল ফাউন্ডেশন।

ইতোমধ্যে কুমিল্লা জেলার ৪৫টি গ্রামের ২৫০টি দারিদ্র্য পরিবারের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়েছে এ সংগঠনের সদস্যরা।

প্রতিটি পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, আটা ও লবণসহ একটি করে সাবান দেয় সংগঠনটি।

এ বিষয়ে রক্তকমল ফাউন্ডেশনের সভাপতি সানাউল আজিম মেহেদী বলেন, ‘এই সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হয়তো আমরা সব ঘরে সহায়তা পৌঁছে দিতে পারব না, কিন্তু অন্তত কিছু মানুষের পাশে তো সাহায্যের বাড়াতে পারব। এটাই আমার তথা আমাদের বড় পাওয়া। সকলে নিজ জায়গা থেকে এগিয়ে আসলে এই সংকটকে মোকাবিলা করা সম্ভব।’

উল্লেখ্য, রক্তকমল ফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি একদল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের দ্বারা পরিচালিত সংগঠন। রক্তকমল রক্ত সংশ্লিষ্ট একটা সংগঠন হলেও শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে মানবিকতার বিভিন্ন পর্যায়ে অসামান্য অবদান রেখে যাচ্ছে প্রতিনিয়ত।

 

ঢাকা/সীমান্ত/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়