ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে সেভ দ্য ফিউচার

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে সেভ দ্য ফিউচার

অনলাইন ও সরাসরি ফোন কলে বিনামূল্যে জরুরি চিকিৎসা পরামর্শ দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন। করোনাভাইরাসের কারণে চলমান অবস্থায় যাতে কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হয়, সেজন্য তারা এ উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ডাক্তাররা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছেন। এতে ৩ জন ডাক্তার সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন।

সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেইজে মেসেজ পাঠালে ডাক্তাররা তার উত্তর দিচ্ছেন। সব ধরনের স্বাস্থ্যগত সমস্যায় আলোচনা করা যাবে এই প্ল্যাটফর্মে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে।

ফাউন্ডেশনটির নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার বলেন, ‘এরই মধ্যে মানুষকে অনলাইনে ফ্রি সেবা দিয়ে আমরা দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে থাকতে পেরেছি। এ সেবা অব্যাহত থাকবে করোনা শেষ না হওয়া পর্যন্ত।’

যে কেউ যেকোনো স্বাস্থ্যগত সমস্যার জরুরি সমাধান পেতে হটলাইনে যোগাযোগ করতে পারেন এই-01913086919, 01722365924, 01712-089789 নম্বরগুলোতে।


ডিআইইউ/সাইদুর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়