ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মন ভালো নেই

মাহবুব এ রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন ভালো নেই

মন ভালো নেই আমাজনের

সবুজ শ্যামল গাছের,

মন ভালো নেই সাগর জলের

গজার-বোয়াল মাছের।

 

মন ভালো নেই রাতের আলোর

মন ভালো নেই দিনের,

মন ভালো নেই বাংলাদেশ আর

ফ্রান্স-ইতালি, চীনের।

 

মন ভালো নেই গোয়াল ভরা

ছাগল, মহিষ, গরুর,

মন ভালো নেই দূর আরবের

‘রাব আল খালি’ মরুর।

 

মন ভালো নেই মাধবকুণ্ডের

এবং নয়াগ্রারও,

কাঁদছে রে আজ হিমালয়ও

মন ভালো নেই তারও

 

মন ভালো নেই মাহদি, সাদির

মন ভালো নেই হাদির,

বাইরে যেতে পারছে না তো

কিংবা বাড়ি দাদির।

 

সময় তাদের আটকে গেছে

ব্যালকনি-রুম, ছাদে,

মুক্তি পেতে মাহদি, সাদি

আর হাদিরা কাঁদে।

 

নেই ভালো আজ পৃথিবীটা

থমকে গেছে সবই,

অপেক্ষাতে গুনছে প্রহর

হাসবে কখন রবি!

কবি: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


চবি/হাকিম মাহি  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়