ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৮৫টি পরিবারের পাশে অস্তিত্ব ফাউন্ডেশন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮৫টি পরিবারের পাশে অস্তিত্ব ফাউন্ডেশন

করোনার প্রভাবে মানবেতর জীবনযাপন করছে নোয়াখালী জেলায় নিম্ন আয়ের মানুষেরা। এই অসহায় মানুষদের সহযোগিতার লক্ষ্যে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে নোয়াখালী জেলার কিছু তরুণ।

‘ট্রিবিউট টু নোয়াখালী: খাদ্য বিতরণ কর্মসূচি’ এমন স্লোগানে গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) নোয়াখালীর মাইজদি কোর্ট প্রাঙ্গণে এই ইভেন্ট পরিচালিত হয়।

এ ব্যাপারে উদ্যোক্তারা বলেন, আমরা অস্তিত্ব ফাউন্ডেশনের ট্রিবিউট টু নোয়াখালী ইভেন্টটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা ১০০টি অসহায় পরিবারকে এক সপ্তাহের খাবার প্রদানের উদ্দেশে ইভেন্টটি শুরু করেছিলাম। শেষ পর্যন্ত সকলের সহযোগিতায় আমরা ৮৫টি অসহায় পরিবারকে এক সপ্তাহের বাজার বা এর সমপরিমাণ অর্থ প্রদান করতে সমর্থ হয়েছি। ইভেন্টটি সম্পন্ন করতে যারা বিভিন্নভাবে সহোযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

তারা আরো বলেন, খাদ্যদ্রব্যের মধ্যে ছিল ৫ কেজি চাল, ৪ কেজি আলু, ৩ পোয়া মসুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ এবং ১টি সাবান। আমরা যথাযথ সংক্রমণমুক্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছি এবং নিজেরাও যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছি।


নোবিপ্রবি /ফাহিম/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়