ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ গবি প্রশাসনের

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ গবি প্রশাসনের

করোনার প্রভাবে দেশের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থার উত্তরণে অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) প্রশাসন।

সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের ছুটি বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার পরিস্থিতির কারণে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্ধকালীন সময়ে সব বিভাগে অনলাইন ক্লাস চালু থাকবে। এ ব্যাপারে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মাদ মুকাম্মেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগ অর্থাৎ ডেইরি ফার্ম, বিদ্যুৎ ও নিরাপত্তা বিভাগ যথারীতি চালু থাকবে বলেও জানানো হয়।


গবি/অনিক/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়