ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পবিপ্রবির ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আর্থিক সহায়তা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পবিপ্রবির ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আর্থিক সহায়তা

করোনা মোকাবিলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করেছে বিশ্ববিদ্যালয়ের ‘ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’। 

এ পর্যন্ত এই অনুষদের ১৯ জন শিক্ষার্থীসহ ক্যাম্পাসের আশেপাশের অসহায় মানুষের মাঝে সর্বমোট ৫৯৫০০ টাকা আর্থিক সহায়তা হিসাবে প্রদান করা হয়। 

অ্যাসোসিয়েশনের ভিপি সুরঞ্জন ঢালী বলেন, ‘শিক্ষার্থীদের পরিচয় গোপন রেখে আমরা সাহায্য করেছি, যাতে আত্মসম্মানের বিন্দুমাত্র অবক্ষয় না হয়। আর সহযোগিতার মধ্য দিয়ে প্রতিটা ব্যক্তির মনে মানবিকতার সংক্রমণ হোক এটাই আমার কাম্য।’

এর আগে শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের সাহায্যে একটি করোনাকালীন ফান্ড গঠন করা হয়।  মূলত এই ফান্ডের মাধ্যমেই সহযোগিতা করা হয়।

এছাড়াও এই কর্মসূচির সার্বিক সহযোগিতায় সব সময় পাশে ছিলেন এই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ তফাজ্জল হোসেন, সভাপতি, প্রফেসর ড. মো. আহসানুর রেজা এবং সাধারণ সম্পাদক মো. ফেরদৌস পিয়াল।


পবিপ্রবি/কামরুজ্জামান/মাহি  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়