ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মহামারির শেষে

অরবিন্দু দেব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মহামারির শেষে

নব নব দিশিতে ভুবন যাবে মিশিতে

রইবো না রইবো নাকো ঘরে,

আঁধারে মিশাইয়া আলো

অগ্নিশিখা মুছিবে কালো

হব হব নব, দেখা হবে বিজয়ের পথে।

 

প্রহারে ভাঙিয়া শিকলের তালা

মিছে হবে দেওয়া চামড়ায় দস্তানা,

ধ্বংস করিয়া সব অণুজীবের মালা

নিঃশ্বাসে নিব মুক্ত বাতাস, গাইব না গান সেই বদ্ধ আস্তানা।

 

প্রকাশ্যে ভালোবাসায় রইবে নাকো বাঁধা

দূরত্ব ঘুচাইয়া একসাথে হইয়া,

বিজয়ের গান গাইবো সেদিন

সমস্বরে চেঁচাইয়া_

মোরা করেছি জয়, মোদের হয়েছে বিজয়।

 

সাক্ষাতের ভয় ঠেলিয়া দূরে

অফিস-আদালত আর রাস্তার চক্করে,

স্কুল-কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ভিড়ে

জড়াইবো আলিঙ্গনে সেই অশেষ ভালোবাসার তরে।

আসিবে সেদিন এই মহামারির পরে।

 

জীবিত মানবরূপে বিরাজিত ঈশ্বর মন ডাক্তার, সৈনিক, সাংবাদিক বেশে সব মানবধন,

মানবের তরে যারা সঁপেছে জীবন

নিঃশ্বাসের বিশ্বাস যারা হইয়াছে আপন,

চির স্মরণীয়-বরণীয় সেদিন তাদের করণ।

 

প্রার্থনায় সেই আশীর্বাদের কামনা

মুক্ত হতে চাই এইমাত্র বাসনা,

সেদিন ভাসিবো মোরা আনন্দের রেশে একদিন আসবে সেদিন মহামারির শেষে।

কবি: শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।



কুবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়