ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নির্ঘুম রাত

খায়রুজ্জামান খান সানি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নির্ঘুম রাত

পাকিস্তানি হানাদার বাহিনীর মতো করে হানা দেয়-

শিরায়- শিরায় রক্তচাপ বেড়ে যায়

থরথর করে ঘাম ঝড়ে, মুখটা ফ্যাকাসে হয়ে আসে;

মাঝরাতে শিয়ালের ডাক,

কুকুরের হঠাৎ করে কান্নার শব্দ।

 

হাজারো দুঃস্বপ্নের উঁকি

সাগরের ঢেউয়ের তালে তাল মিলিয়ে আছড়ে পড়ে বুকে,

হৃদস্পন্দন ভূমিকম্পের মতো অনুভূত

শ্বাস-প্রশ্বাসের মাত্রা বৃদ্ধি!

 

রোলারকোস্টারের রাইডে প্রথম চড়ার ভয়,

চোখ বন্ধ করে কম্পন বেড়ে যাওয়া

দন্তে-দন্তে ঘর্ষণ;

আরেকটা সাইরেন বেজে

প্রিয়মুখ ভেসে ওঠে।

 

হঠাৎ_ চমকালো বিদ্যুৎ

ঝড়ো হাওয়ার শন শন শব্দ

একটি গুলিবিদ্ধ করেছে,

আছড়ে পড়েছি সাগরের বুকে!

রক্তাক্ত হয়েছে সাগরের নোনা জল;

একটি নির্ঘুম রাত কত তিক্ত স্বাদ।

কবি: শিক্ষার্থী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 

ইবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়