ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে রাবির অধ্যাপকের মৃত্যু

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা উপসর্গ নিয়ে রাবির অধ্যাপকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলাম (৮৬)।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ড. ফকরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তিনি বিভাগের প্রথম সভাপতি ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন। তার বাড়ি রাজশাহী নগরীর কাজিহাটা এলাকায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আজকে দুপুর ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। করোনা উপসর্গ থাকায় হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে ভর্তির যাবতীয় কাজ চলছিল। এরমধ্যেই তিনি মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।’

ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলামের মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


রাবি/সাইফুর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়