ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফিরে চাই শৈশব

নাঈম ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফিরে চাই শৈশব

বড় হব একদিন ভাবতে ভাবতেই আজ  কত বড় হয়ে গেলাম,

বড় হয়ে নিজেকে চিনতে জানতেই শৈশবটা হারালাম।

কারও আঙ্গুল ধরে হাঁটতে থাকা আমি,

আজ কাউকে হাঁটা শেখাই,কত শত দুরন্তপনা আজ  বন্দি সময়ের পাতায়।

 

খালি পায়ে দৌড়ানো আজ আমি স্যুট-বুট,

হাতে লেখা চিঠি ছেড়ে অনলাইন-ফেসবুক,

দিন যায় মাস যায়, যায় চলে যায় যুগ,

চারদিকে খুঁজে ফিরি নেই তবু নেই সুখ।

 

দুই টাকার বুট আর পাঁচ টাকার বাদাম একমুঠো চানাচুর সারাদিন খেতাম,

সেই দুই/তিন/পাঁচ টাকা আজ হাতের ময়লা,

কত শত টাকা দিয়ে পকেটটা ফোলা তবু জীবনটা কয়লা।

 

দশজন মিলে কেনা একটি ক্রিকেট বল,

মাঠ ফাঁকা পড়ে আছে কোথায় সেই বন্ধুদল?

বায়না তো ধরি না আর কিনতে হবে ঈদের জামা, 

লক্ষি বলে গাল টানা সে নেই কোনো খালা-মামা।

 

সময়ের হাত ধরে পথ চলার নেই থামা,

সব যেন রয়ে গেলো শৈশবেই জমা।

বড় হতে চেয়েছিলাম, হয়েছিও তাই তবু

কেন যেন বার বার অতীতটা ফিরে চাই।

কবি: শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (প্রথম বর্ষ), রাজশাহী বিশ্ববিদ্যালয়।

 

 

রাবি/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়