ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যদি তুমি হও

জুবায়েদ মোস্তফা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৭, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যদি তুমি হও

যদি তুমি হও প্রবাহমান নদী

আমি হবো তার ধারা।

যদি তুমি হও আমার আকাশের চন্দ্র

আমি হবো তোমার আকাশ ভরা তারা।

 

যদি তুমি হও আমার সমুদ্র

আমি হব তোমার গভীরতা

যদি তুমি হও আমার আকাশ

আমি হব তোমার বিশালতা

 

যদি তুমি ভালোবাসার কাব্য রচনা করো

আমি হবো তোমার মূর্তিমান কাব্যের প্রেমিক

যদি তুমি হও ভালোবাসার উপন্যাসের সুনামধন্য লেখক

আমি হবো তোমার উপন্যাসের পাঠক।

 

তুমি যদি হও বিশাল বিশাল পাহাড়

আমি হবো পাহাড়ের বুকে প্রবাহিত ঝর্ণা

যদি তুমি হও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি

আমি করবো তোমার আপাদমস্তক অসম্ভব সুন্দরের বর্ণনা।

কবি: শিক্ষার্থী, লোক প্রশাসন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

বশেমুরবিপ্রবি/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়