ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ওয়েসিস ফাউন্ডেশনের নেতৃত্বে আরেফিন-জাহিদুল

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েসিস ফাউন্ডেশনের নেতৃত্বে আরেফিন-জাহিদুল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েসিস ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে ৷

এতে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরেফিন মেহেদী হাসানকে সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল আলম ইব্রাহিমকে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে সংগঠনটির সাধারণ সভায় এক বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আল-আমীন ও মো. আহাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর সালাম, সাংগঠনিক সম্পাদক মো. ইমামুল হোসেন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মুন্নাফ হোসেন নিরব, মানবসম্পদ সম্পাদক নাজমা আক্তার তিথী, সমাজসেবা সম্পাদক মো. শাকিল মাহমুদ।

আপ্যায়ন বিষয়ক সম্পাদক হলেন মো. জনি মিয়া, অর্থ সম্পাদক মো. সাগর হোসেন, দপ্তর সম্পাদক সামিউল আলম, প্রচার সম্পাদক আব্দুল মান্নান ও কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম ও পপি রানী।    


রাবি/সাইফুর রহমান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়