ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আলোকচিত্র

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আলোকচিত্র

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এক সবুজের লীলাভূমি। এবার সেই সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝেই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা।

ব্যতিক্রমী এ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার, আজ শনিবার শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় আয়োজন করা হয় ব্যতিক্রমী ওই আলোকচিত্র প্রদর্শনীটি। বিভিন্ন বিষয়বস্তুর উপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা প্রায় অর্ধশতাধিক ছবি আমতলার গাছগুলোতে টানানো হয়।

প্রদর্শনী ঘুরে দেখে কামরুল হসান কামু নামের এক শিক্ষার্থী বলেন, ‘প্রাকৃতিক পরিবেশে আলোকচিত্র প্রদর্শনীটি শিল্পগুণে অনন্য মাত্রা পেয়েছে। আলো-আঁধারের নৈসর্গিক দৃশ্য, আগত দর্শনার্থীদের হৃদয় ছুঁয়েছে। অধিকাংশ ছবিতে জীবনের গভীরতম বোধের নান্দনিক বহিঃপ্রকাশ ঘটেছে। এমন ব্যতিক্রমী চমকপ্রদ আয়োজন করার জন্যে আয়োজকদের ধন্যবাদ।’ 

এদিকে, গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এর আগে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ড. তানভীর রহমানে সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির ও বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।


বাকৃবি/আতিকুর রহমান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়