ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেভ দ্য ফিউচারের সেলাই মেশিন বিতরণ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সেভ দ্য ফিউচারের সেলাই মেশিন বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার কুমিল্লা নগরীর আশ্রাফপুর এলাকায় অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে।

শুক্রবার (২২ মে) সকাল ১১টায় কুমিল্লা শাখার আয়োজনে অসহায় পরিবারের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংগঠনের পরিচালক সাংবাদিক রেজাউল করিম রাসেলের পরিচালনায় এ সময় ছিলেন সংগঠনের উপদেষ্টা নাজমুল হাসান শামীম, কুমিল্লা শাখার স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. সাইফুল হাসান, চৌদ্দগ্রাম ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল হোসাইন।

পরিচালক রেজাউল করিম বলেন, ‘একজন স্বাবলম্বী নারী পরিবার ও সমাজে মর্যাদা পান। তাই ঘরে বসে না থেকে নারীদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। পরিশ্রম করলে অবশ্যই সফল হওয়া যায়। তাই নারীদের সব কাজে পুরুষদেরও সহযোগিতা করতে হবে।’

এ সময় সংগঠনটির উপদেষ্টা নাজমুল হাসান শামীম বলেন, ‘আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের সাবলম্বী করে তুলতে ও প্রকল্পটি দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে কাজ করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।’


কুবি/সাইফুল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়