ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অর্ধশতাধিক পরিবারের পাশে ‘দৃষ্টিকোণ’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অর্ধশতাধিক পরিবারের পাশে ‘দৃষ্টিকোণ’

করোনায় দেশের খেটে খাওয়া মানুষ মানবেতর জীবনযাপন করছে। সরকার যেমন জনগণকে সাহায্য করছে, ঠিক তেমনি বিভিন্ন বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনগুলোও এগিয়ে এসেছে অসহায়দের পাশে। এমনই শিক্ষার্থীদের একটি সেচ্ছাসেবী সংগঠন, দৃষ্টিকোণ নরসিংদীর প্রায় অর্ধশতাধিক পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা গাজী শাহরিয়ার হোসেন জানান, তারা প্রায় অর্ধশতাধিক পরিবারকে কাঁচাবাজার এবং নগদ অর্থ দিয়ে সহায়তা করেছে।

তিনি বলেন, ‘২০১৭ সাল থেকেই দৃষ্টিকোণ সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং বেশ কয়েকটি অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়ে মাঠে নামি আমরা। এ বছর মহামারির কারণে খেটে খাওয়া মানুষদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দৃষ্টিকোণ।’

প্রসঙ্গত, দৃষ্টিকোণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী একটি সংগঠন। শিক্ষার্থীদের জমানো টাকা সংগ্রহ করেই মূলত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।


চবি/জারিফ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়