ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঈদ ফুডপ্যাক দিয়েছে ‘টোক পেশাজীবী ফোরাম’

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদ ফুডপ্যাক দিয়েছে ‘টোক পেশাজীবী ফোরাম’

করোনায় ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পেশাজীবীদের সংগঠন ‘টোক পেশাজীবী ফোরাম (টিপিএফ)’। গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের প্রায় ৬০টি পরিবারের ঘরে পৌঁছে দিয়েছে ঈদ উপহার।

শুক্রবার বিকেলে টোক বাজারের একটি খোলা মাঠে শারীরিক দূরত্ব নিশ্চিত করে ঈদ উপহার তুলে দেওয়া হয় কর্মহীন দরিদ্রদের মাঝে। সংগঠনটির সদস্যরাও স্বাস্থ্যবিধি মেনেই উপহার তুলে দেন। উপহারের মধ্যে ছিল চিনি, সেমাই, পোলাও চাল, আটা, প্যাকেটজাত দুধ, সাবান ইত্যাদি।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মরতদের নিয়ে আঞ্চলিক সংগঠন এটি। প্রতি ঈদেই তারা নিজের ইউনিয়ন টোকে এসে মিলিত হন। এর আগে সংগঠনটি তাদের নিজ উদ্যোগে করোনায় কর্মহীন দরিদ্র পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে।

টোক পেশাজীবীর ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এলাকার দায়বদ্ধতার জায়গা থেকে সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় এলাকার প্রকৃত অসহায়দের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। এত অসুখের মধ্যেও ঈদের আনন্দ খানিকটা ভাগাভাগি করতে তাদের এই আয়োজন।


ঢাকা/নাজমুল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়