ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুবিতে ‘বিজনেস ভয়েস’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুবিতে ‘বিজনেস ভয়েস’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় অনুষদে বিজনেস ক্লাব 'Business Voice' (BizVo) আত্মপ্রকাশ করেছে।

সম্প্রতি ব্যবসায় অনুষদের সবগুলো বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় নতুন এ ক্লাবটির যাত্রা শুরু হয়। 

এতে 'empowering the excellence' এ মিশনকে সামনে রেখে প্রথমে পুরো অনুষদে ইউনিটি তৈরি করার লক্ষ্যে নতুন একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

ক্লাবের সাংগঠনিক কাজ পরিচালনা করার জন্য অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অভিজিৎ রায়কে সভাপতি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অমিত দাশকে সাধারণ সম্পাদক করে প্রত্যেক বিভাগের প্রতিনিধির মাধ্যমে ২৮ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির ভিশন হচ্ছে, ক্রমান্বয়ে পুরো অনুষদের আন্তঃবিভাগ পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি শক্তিশালী '‘বিজনেস কমিউনিটি’ গঠন করে পূর্ণ কার্যকর বিজনেস ক্লাবরূপে অবতীর্ণ হওয়া। সেই সাথে কুবি ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের সুপ্ত শ্রেষ্ঠত্বের গুণাবলীগুলোকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আরও শাণিত করে ক্ষমতায়ন করা।

জানা যায়, ইতোমধ্যে ক্লাবের নিজস্ব ওয়েবসাইট তৈরির কার্যক্রম চলমান রয়েছে এবং বিভিন্ন প্রচারমূলক মাধ্যম তৈরি করা হয়েছে।

 

কুবি/শরীফ/মাহি

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়