ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২১ আগস্ট দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১১:২৫, ২৯ আগস্ট ২০২০
২১ আগস্ট দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ

সময়টা ঘরে থাকার, সুস্থ থাকার। এই সময়টাতেই চাকরি হারিয়েছেন অনেকে, আবার কেউ কেউ পছন্দের চাকরি পাচ্ছেন না। বলা হচ্ছে, স্কিল থাকা শিক্ষার্থীদের চাকরির অভাব হবে না।  

কিন্তু স্কিলের পাশাপাশি দরকার সঠিকভাবে যোগাযোগ দক্ষতা বাড়ানো, নিজের সিভি সঠিকভাবে নিয়োগ কর্তাদের কাছে পাঠানোসহ নানা ধরনের হ্যাকস রয়েছে, যার প্রতিটি ধাপই খুব গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের চাকরিখোঁজার জনপ্রিয় মাধ্যম ‘ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট ইন বিডি’ এবং তারুণ্য নির্ভর প্ল্যাটফর্ম ‘এক্সিলেন্স বাংলাদেশ’ যৌথভাবে আগামী ২১ আগস্ট (শুক্রবার) আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক ওয়ার্কশপ ‘ক্যারিয়ার হ্যাকস’।    

এতে অংশগ্রহণকারী প্রত্যেককে দেওয়া হবে ‘ভার্চুয়াল সফট কপি সার্টিফিকেট’। 

ওয়ার্কশপটিতে ২টি সেশন থাকবে- দুটি সেশনের প্রথমটিতে সেশন ট্রেইনার হিসেবে অংশ নেবেন অন্যতম ক্যারিয়ার মেন্টর, গ্লোবাল জব বিজনেস সেন্টারের অ্যাডভাইজর ও স্টার সিনেপ্লেক্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তা- লায়লা নাজনীন।

অন্যটিতে অংশ নেবেন দেশীয় সেলস অ্যান্ড মার্কেটিংয়ের গুণীজন, এডিসন গ্রুপের- সিম্ফনি মোবাইলের অ্যাসিস্টেন্ট ডিরেক্টর অব সেলস এম এ হানিফ।  

ভার্চুয়াল এ কর্মশালায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে ১৯ আগস্ট (বুধবার) রাত ১২টার মধ্যে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে- ০১৮৪২৮১ ৫৭৬৭ এবং ভিজিট করুন ফেসবুক ইভেন্ট পেজ লিঙ্কে- 

https://facebook.com/events/s/daylong-workshop-on-career-hac/577389033137188/?ti=cl&__mref=mb 

 

ঢাকা/মাহি

রাইজিংবিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়